April 20, 2024, 5:00 pm

একঘরে হয়ে যাওয়া পাকিস্তানের ক্রিকেট মাঠের বাইরেও জমি শক্ত করছে এ বার

অনলাইন ডেস্ক।
রামিজ বলেন, ‘‘ইংল্যান্ড বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ। গোটা ব্যাপারটা খুব একটা সহজ ছিল না। ওরা চাপে ছিল। সফর বাতিল হওয়ায় আমরাও ওই সময়ে নিজেদের ঠিক রাখতে পারিনি। তারপর আমরা যে ভাবে এগিয়েছে, সেটা সবাই দেখেছে। তার ফল এখন পাওয়া যাচ্ছে। সব দেশের ক্রিকেট বোর্ডেরই উচিত, পরস্পরকে বোঝা। মনে হয়, ইসিবি বুঝতে পেরেছে, তখন সফর বাতিল করার সিদ্ধান্ত ঠিক ছিল না।
রামিজ আশাবাদী, এ বার নিউজিল্যান্ডও পাকিস্তান সফরে আসবে। তিনি বলেন, ‘‘ইংল্যান্ড বোর্ড তাদের ভুল বুঝতে পেরে বাড়তি দুটো ম্যাচ খেলতে চেয়েছে। এর জন্য আমরা ওদের কাছে কৃতজ্ঞ।

আরও পড়ুন

এটা পাকিস্তানের সমর্থকদের জন্য খুব ভাল খবর। ওঁরাও মাঠে এসে বড় দলগুলোর খেলা দেখতে পাবেন। আশা করব, নিউজিল্যান্ডও এ বার আমাদের দেশে খেলতে আসবে।
আনন্দ বাজার সুত্রে থেকে জানানো হয়েছে।
অস্ট্রেলিয়াও জানিয়েছে তারা পাকিস্তানে খেলতে যাবে। তাদেরও ধন্যবাদ জানিয়ে রামিজ বলেন, ‘‘ইংল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়া সিরিজটাও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আশা করব, আমাদের ছেলেরা ভাল ক্রিকেট উপহার দেবে। আমি চাই, আমাদের দেশে, ক্রিকেট বোর্ড, দল, সমর্থকদের সবাই শ্রদ্ধা করুক। আমরা যদি সৎ থাকি, কাউকে ভয় পাওয়ার দরকার নেই আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :