April 20, 2024, 3:29 am

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা হতে অটো ইজি বাইক চোরাকারবারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

আরও পড়ুন >>>বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে খুনের হুমকি আইএস-এর

নিজস্ব প্রতিবেদক।

২২ নভেম্বর ২০২১ তারিখ র‌্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন পাচ কাউনিয়া এলাকায় কতিপয় চোর-চোরাই মালামাল বেচাকেনার জন্য সঙ্গোপনে অবস্থান করছে।প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আমার নেত্তৃত্বে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গত ২২ নভেম্বর ২০২১ তারিখ রাত ২২:১০ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন পাচ কাউনিয়া গ্রামস্থ মন্ডল রাইস মিলস লেখা সাইন বোর্ড এর সামনে কালীগঞ্জ হইতে খাজুরা বাজার গামী পাকা রাস্তার উপর পৌছালে কতিপয় লোক একটি সচল ইজি বাইকের সহিত রশি দিয়ে অপর একটি ইজি বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে আমরা উপস্থিত হলে কতিপয় কিছু সংখ্যাক লোক আমাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। মো: রাসেল হোসেন(৩৫), পিতা-হাজী মো: আফছার উদ্দিন মোল্লা, সাং-কিসমত মোহাম্মদপুর, ২।মো: আব্বাস আল(৩৮),পিতা-মো: পরশ উল্লা মোল্লা, সাং-জামালপুর, উভয়থানা-বাঘার পাড়া, জেলা- যশোর ৩। দীপ ভৌমিক (২৫), পিতা-মৃত: গৌতম ভৌমিক, সাং কাবিলপুর, থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহসহ সর্বমোট ০৩ জনকে চোরাইকৃত বিভিন্ন রংয়ের ০২টি ইজি বাইক,সংযুক্ত=১০টি ব্যাটারী এবং ০২ টি ইজি বাইকের চাবিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।উক্ত চোরাই চক্রের সদস্যগণ দীর্ঘদিন যাবৎ এই চোরাই কাজ সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তারা বিভিন্ন জায়গা হতে চোরাই মালামাল ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে। আসামীদেরকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :