February 1, 2023, 7:02 pm

অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধে খেপেছেন শাকিব ভক্তরা

বুবলীর জন্মদিনে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও শবনম বুবলী পরস্পর ভার্চ্যুয়াল ‘স্ট্যাটাস-যুদ্ধে’ লিপ্ত হয়েছেন। বুবলী ও অপু বিশ্বাসের ভক্ত-অনুসারীরা নিজ নিজ প্রিয় তারকার পক্ষ নিলেও দুজনের ওপরই খেপেছেন শাকিব খানের ভক্তরা।

গত রোববার ছিল ঢাকাই ছবির নায়িকা শবনম বুবলীর জন্মদিন। জন্মদিন উপলক্ষে বীরের বাবা শাকিব খানের কাছ থেকে একটি ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন বলে প্রথম আলোকে জানান বুবলী। এরপর খবরটি আরও কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পর থেকেই ঘটনা শুরু।

শুরুটা করেছেন অপু বিশ্বাস। গণমাধ্যমে প্রকাশিত এই খবরের একটি লিংক মঙ্গলবার অপু বিশ্বাস তার ফেসবুক ওয়ালে শেয়ার করে বুবলীকে ইঙ্গিত করে একটি স্ট্যাটাস দেন। কয়েক ঘণ্টা পর বুবলীর কাছ থেকে অপু বিশ্বাসকে ইঙ্গিত করে এর পাল্টা প্রতিক্রিয়া চলে আসে। বুবলীও অপু বিশ্বাসকে ইঙ্গিত করে বুধবার সকালে একটি স্ট্যাটাস দেন। তবে ছাড় দেননি অপু বিশ্বাসও। এর ঘণ্টা তিনেকের মধ্যেই বুবলীকে ইঙ্গিত করে অপু বিশ্বাসের আবার স্ট্যাটাস।

এদিকে ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাসে বেশ সাড়া পড়েছে বিনোদন অঙ্গনে, বিশেষ করে নেট দুনিয়ায়। স্ট্যাটাসগুলোর নিচে দুই তারকার ভক্ত-অনুসারীদের অসংখ্য লাইক, মন্তব্য ছড়িয়েছে। স্ট্যাটাসগুলো শেয়ারও হচ্ছে। তবে দুই তারকার এমন যুদ্ধে তাঁদের দুই সন্তানের বাবা শাকিব খানের ভক্ত-অনুসারীরা খেপেছেন।

অপু বিশ্বাসের স্ট্যাটাসের নিচে এমডি শাকিব নামে শাকিব খানের এক ভক্ত লিখেছেন, ‘শাকিব খানকে আপনারা সহজ-সরল পেয়েছেন। জাতির সামনে তাকে আর কতভাবে ভিলেন বানাবেন? আপনার ডিভোর্স হয়েছে ৪-৫ বছর হয়ে গেল…। আপনারা যা শুরু করেছেন, তা দেখে মানুষ হাসে, মজা নেয়।’

এই ভক্ত তার মন্তব্যের আরেক অংশে শাকিব খানের উদ্দেশে লিখেছেন ‘শাকিব খানকে জাতির কাছে হাস্যকর বানানো হচ্ছে। কিন্তু শাকিব নিজে বুঝছেন না তার কী করা উচিত। আর বুঝছেন না বলেই বারবার সমালোচিত হচ্ছেন।’

এমডি শাকিবের মন্তব্যের নিচে মারুফ হাসান নামের শাকিবের আরেক ভক্ত বুবলীর প্রসঙ্গ টেনে এনে লিখেছেন, ‘বুবলীর সঙ্গেও সম্পর্ক নেই শাকিবের। বীরের জন্য শাকিব অফিশিয়ালি জানাচ্ছেন না।’

মারুফের কথা ধরে এমডি শাকিব আরও লিখেছেন, ‘এগুলো বন্ধ হওয়া দরকার। আর তারাই-বা কেন এ রকম ফাজলামি শুরু করলেন?’

অরণ্য সৌরভ নামের শাকিবের অন্য আরেক ভক্ত অপুকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘দিদি, আর কত খোঁচাখুঁচি করবেন। এবার থামুন। এসব বাদ দিন। ভালো আছেন, আরও বেশি ভালো থাকার চেষ্টা করুন।’

এদিকে বিরক্ত হয়ে এমন কাদা-ছোড়াছুড়িতে দুই তারকাকে ঘরে বসে সমস্যা সমাধানের উপদেশ দিয়ে শাকিবের ভক্ত এম হাসান লিখেছেন, ‘শাকিব খানকে আপনারা বাঁচতে দেবেন না। সমস্যা মনে হলে ঘরেই সমাধান করুন। দুজন একসঙ্গে বসে নিজেদের মাঝে আলোচনা করুন। তারপরও ভার্চ্যুয়ালে দ্বন্দ্ব বাড়িয়ে মানুষ হাসানোর কাজ করবেন না। আপনারা শিল্পী মানুষ। দর্শকের ভালোবাসার জায়গা নষ্ট করবেন না।’

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :