অনলাইন ডেস্ক।
আইনমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি, বিভ্রান্তিকর ফ্রেন্ড রিকোয়েস্ট
Shareঅ+অ-
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপির নিজস্ব কোনো ফেসবুক আইডি নেই। কিন্তু তাঁর নামে বেশ কিছু ফেসবুক আইডি খোলা হয়েছে-এই অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সোমবার গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র নিজস্ব কোনো ফেসবুক আইডি না থাকলেও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য তাঁর নামে বেশ কিছু ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। এসব ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বিভ্রান্ত করা হচ্ছে যা আইনমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। জিডি নং ২২৫।