April 18, 2024, 8:56 pm

কাজিপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সরকারি গাছ অবৈধভাবে কর্তন ও জায়গা দখল

মিজানুর রহমান মিনু, কাজিপুর প্রতিনিধি ।।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউপির পাটাগ্ৰাম সীমানায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সরকারি অর্ধ শতাধিক গাছ অবৈধভাবে কর্তন ও বাঁধের জায়গা দখল করার অভিযোগ উঠেছে
পাউবো কর্মচারীর বিরুদ্ধে।
মঙ্গলবার ১১আগস্ট সরজমিনে পরিদর্শনে গিয়ে জানা যায়, পাটাগ্ৰাম যমুনা নদীতীর রক্ষা সলিড স্পার থেকে সিংরাবাড়ী মোড় হয়ে পাটাগ্ৰাম সঃপ্রাঃবিঃ নিকটবর্তী জলাশয় পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২০বছরের পুরাতন বিভিন্ন
প্রজাতির বনজ গাছ বনবিভাগের অনুমতি ছাড়া পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের অফিস করনিক (বড় বাবু) লোকমান হাকিম বিভিন্ন সময়ে কর্তন করে বাঁধের জায়গা নিজ দখলে নিয়ে বেড়া নির্মাণ করেছে। এবিষয়ে অভিযুক্তের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

কাজিপুর উপজেলা বন কর্মকর্তা আবু রায়হান জানান, তিনি বিষয়টি অবগত নন, অবৈধভাবে গাছ কাটা হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্ৰহন করা হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ বন বিভাগ কর্তৃক গত ২০০১ সালের জুন মাসে ১৫জন স্থানীয় বাসিন্দাকে সামাজিক বনায়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে উল্লেখিত এলাকায় গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :