April 24, 2024, 2:19 pm

ঝিনাইদহে বিএনপির মানববন্ধন পুলিশী বাধায় পন্ড

ঝিনাইদহ প্রতিনিধিঃ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদ ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ঝিনাইদহে কেন্দ্রীয় কর্মসূচী পুলিশী বাঁধায় পন্ড হয়ে গেছে। কর্মসূচী পালনের জন্য বৃহস্পতিবার শহরের এইচএসএস সড়কে দলটির জেলা কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশী বাধায় বেশিরভাগ নেতাকর্মী চলে গেলে কিছু সংখ্যক নেতাকর্মী ব্যানার নিয়ে মানববন্ধন করতে গেলে পুলিশ ব্যানার কেড়ে নেয়। পুলিশের বাঁধায় মানবন্ধন বা সমাবেশ করতে না পাড়ায় ফিরে যায় নেতাকর্মীরা। জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম মজিদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমাদের শান্তিপুর্ণ মানববন্ধন কর্মসূচী ছিল। মানববন্ধনে দাড়ানোর আগেই পুলিশ নেতাকর্মীদের চলে যেতে বলে। আমরা কয়েকজন নেতাকর্মী ব্যানার নিয়ে দাড়ানো চেষ্টা করলে তারা ব্যানারও কেড়ে নেই। গণতান্ত্রিক দেশে শান্তিপুর্ণ এমন একটি কর্মসূচী পুলিশ করতে না দিয়ে স্বৈরতন্ত্রের মানসিকতা দেখিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :