April 18, 2024, 4:35 pm

নবাবের নাতি পরিচয়দানকারী আলী হাসান আসকারি – তার স্ত্রীসহ তিনজনের নামে চুয়াডাঙ্গা মামলা।। আটক-১

মোঃ পলাশ উদ্দিন, চুয়াডাঙ্গা।।
স্বাস্থ্য বিভাগে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে নবাবের নাতি পরিচয়দানকারী আলী হাসান আসকারি ও তার স্ত্রীসহ তিনজনের নামে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে জেলার দামুড়হুদার বিষ্ণুপুর গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর আসকারির শ্যালক রায়হান উদ্দীন জনিকে শহরের কোর্ট রোড থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলায় বলা হয়, নবাব স্যার সলিমুল্লাহর নাতি পরিচয় দিয়ে আলী হাসান আসকারি চাকরি দেয়ার প্রলোভন দেখায়। গত ২০১৮ সালের ২৩ মে স্বাস্থ্য বিভাগে চাকরী দেয়ার নাম করে তিন দফায় ব্যাংক ও নগদে ১৩ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক আসকারি। পরে চাকরি দিতে না পারলে তার সাথে যোগাযোগ করলে সে নানা টালবাহানা করতে থাকে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আসকারি ও তার স্ত্রী-শ্যালকসহ তিনজনের নামে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :