April 16, 2024, 11:41 pm

বাংলাদেশ বিমানে যাত্রী আসনের নিচে পৌনে ৫ কোটি টাকার সোনা

অনলাইন ডেস্ক।
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে প্রায় আট কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক কর্মকর্তারা জানান, উদ্ধার করা সোনার দাম প্রায় পৌনে পাঁচ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, আজ সকালে অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবিরের কাছে গোপন খবর আসে যে মধ্যপ্রাচ্যের আবুধাবি থেকে সোনার চোরাচালান আসছে। ওই তথ্যের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক গোয়েন্দারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নজরদারি বাড়ান। আজ সকাল সোয়া ১০টার দিকে আবুধাবি থেকে আসা (বিজি-০২৮) উড়োজাহাজটিতে তল্লাশি চালালে যাত্রীদের বসার আসনের নিচে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ওজনের ৬৮টি সোনার বার পাওয়া যায়।
অভিযানে অংশ নেওয়া শুল্ক গোয়েন্দা পরিদর্শক মনির হোসেন বলেন, উদ্ধার করা সোনার দাম ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা। সোনা উদ্ধারের ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :