অনলাইন ডেস্ক।
গতকাল ২২শে ডিসেম্বর মুন্সীগঞ্জ ডিবি পুলিশ ১০০ গ্রাম সহ মো. শাওন (২২) নামে এক মাদক কারবারি কে আটক করেছে।
তথ্য সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জের সুখবাসপুরের তিনসিড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিওিতে আনুমানিক রাত ৮টার দিকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।অারো জানা জাই শাওন অনেক অাগের থেকে এ কাজার কারবারি করে অাসছে।
উল্লেখ, আটকৃত আসামি মো. শাওন মিলকি
বর্তমানে পাইকপাড়া হুমায়ুন মন্ডল এর বাড়ির ভাড়াটিয়া। তার পিতার নাম পিতা. শামীম মিলকি। সে একজন পেশাদার মাদক কারবারি।
আসামির বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে