নিজস্ব প্রতিবেদক।
র্যাবের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, মাদক ব্যবসায়ী,
জঙ্গী সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, জলদস্যু, কালোবাজারী ও মানব
পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত
২০/১১/২০২০ ইং তারিখ আনুমানিক ১৯.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের
ভিত্তিতে জানা যায় যে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ভাগ্যকুল মান্দ্রা
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী
মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয়-বিক্রয় করিতেছে। এরুপ তথ্যের ভিত্তিতে র্যাব-১১,
সিপিসি-১,মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার
এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল উল্লেখিত ঘটনা স্থলে উপস্থিত হয়ে
মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একই তারিখ সন্ধ্যা আনুমানিক ২০.১৫
ঘটিকার সময় নিম্মলিখিত মাদক ব্যবসায়ীকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট
সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ০১ জন-
১। মোঃ শাকিল কাজী (২৩), পিতা- মোঃ ফয়জুল কাজী, মাতা- শিরিয়া বেগম, সাং- ভাগ্যকুল মান্দ্রা
(কাঠের পুলের দক্ষিণ পাশে), থানা-শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ।
বর্ণিত মাদক ব্যবসায়ীর নিকট হতে উদ্ধারকৃত মালামালক) ইয়াবা ট্যাবলেট ১০০ পিস।
খ) মোবাইল ফোন ০১ টি।
বর্ণিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিনব
কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য
বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।
উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য
আইনে মামলা রুজু করা হয়েছে।