April 24, 2024, 12:01 pm

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আটোয়ারীতে ফায়ার সার্ভিসের মহড়া

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ দুর্যোগে আগাম সতর্ক বার্তা-সবার জন্য কার্যব্যবস্থা” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উপলক্ষে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মহড়ায় উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অংশ গ্রহণ করে। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান বলেন, দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও উপজেলার মানুষকে সচেতন করার লক্ষ্যে অগ্নিকান্ড, ভূমিকম্পের মতো দুর্যোগে করণীয় বিষয়ক সচেতনতামুলক মহড়া অনুষ্ঠিত হলো। তিনি আরো বলেন, যেকোনো দুর্যোগে যেন কোন ক্ষতি না হয়, সে জন্য আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। এসময় উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :