April 20, 2024, 11:01 am

আন্দুলবাড়ীয়ায় দুই ফার্মেসী মালিক-কে ভ্রাম্যমান আদালতের জরিমানা

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় আজ ৯ আগস্ট রবিবার দুপুর ১২ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান জেলা সেনেট্রি অফিসার মোঃ গোলাম ফারুক ও আনসার সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসী মালিক কে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন সাদমান ফার্মেসীতে অভিযান চালানো হয় এ সময় ফার্মেসী তল্লাশী করে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধ জব্দ করা হয় এবং ফার্মেসী মালিক মোঃ সাজিম হোসেন কে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাফিন মেডিকেল হলে অভিযান চালিয়ে প্রচুর পরিমানে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয় এবং ফার্মেসী মালিক কাজী মুরছালীন বনি কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্তিত ছিলেন আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি মুন্সি আমিনুল বাসার কবু ব্যবসায়ী হাজী মোঃ আরফিন সহ অনেকে জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান অন্যান্য ফার্মেসীতে অভিযান চালানোর জন্য অগ্রসর হলে অন্যান্য ফার্মেসী বন্ধ পান এ সময় তিনি বাজার কমিটির সভাপতি কে মুদিখানা ফার্মেসী সহ সব প্রতিষ্টানে মান সম্পন্ন ওষুধ ও পন্যের ব্যাপারে খোজ খবর নিতে বলেন। জেলা প্রশাসনের অভিযানে সচেতন এলাকাবাসী ধন্যবাদ জানিয়েছেন সেই সাথে এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :