March 21, 2023, 1:56 pm

আড়াইশ টাকার রেডিও উঠে গেল দেড় কোটি টাকায়

অনলাইন ডেস্ক।।
বলিউড তারকা আমির খানের পিকে ছবি দেখেছেন অথচ তার কথা মনে নেই এমন দর্শকও খুঁজে পাওয়া যাবে না। ‘পিকে’ সিনেমাকে নিজের জীবনেরও একটি অন্যতম সিনেমা হিসেবে আখ্যায়িত করেছেন অভিনেতা নিজেই। সিনেমাটির গল্পের সঙ্গে সকলের নিশ্চয়ই মনে আছে এর পোস্টারের কথা। যেখানে নগ্ন অবস্থায় লজ্জাস্থানের কাছে একটি রেডিও ধরে রেখেছিলেন আমির খান।
সম্প্রতি ভারতের একটি জাতীয় দৈনিক তাদের খবরে প্রকাশ করেছে, সিনেমার জন্য মুম্বাইয়ের ছোর বাজার থেকে মাত্র ২২৭ রুপিতে কেনা হয়েছিলো রেডিওটি। আর নিলামে দেড় কোটি কোটি রুপি দিয়ে রেডিওটি কেনার জন্য অনেকে প্রস্তুত ছিল।
সিনেমাটির পরিচালক সম্প্রতি তার এক সাক্ষাৎকারে বলেন, ‘সিনেমার পোস্টারে ব্যবহৃত সেই রেডিওটি বিক্রির জন্য আমরা দেড় কোটি টাকারও প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমিরকে যখন প্রশ্ন করি তিনি কি চিন্তা করছেন বিক্রির ব্যাপারে। তখন তিনি জানান, রেডিওটি যেহেতু সিনেমার বড় একটি গুরুত্ব বহর করে তাই বিক্রির দরকার নেই। সে কারণেই পরবর্তীতে নিলাম সাইট থেকে রেডিওটি সরিয়ে নেয়া হয়। আর বিক্রি করা হয়নি।।

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :