April 20, 2024, 12:54 am

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ১০ জন নিহত

ইকুয়েডরে শুক্রবার কারাগারে দাঙ্গায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। সহিংসতাপূর্ণ এ দেশে গত বছর এমন ঘটনায় প্রায় ৪০০ আসামি নিহত হয়। কারাগার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
কারাগারে ছড়িয়ে পড়া এর আগের দাঙ্গার ঘটনার পরিকল্পনাকারী সন্দেহভাজন দুই আসামিকে কঠোর নিরাপত্তা বেষ্টিত অন্য কারাগারে নেয়া হচ্ছে, সরকার এমন কথা জানানোর পরপরই রাজধানী কুইটোর উত্তরে অবস্থিত আল ইনকা কারাগারে সহিংসতা বেঁধে যায়।
পুলিশ কমান্ডার ভিক্টর হেরারা সাংবাদিকদের বলেন, প্রচুর নিরাপত্তা কর্মী মোতায়েন করায় কারাগারটি বর্তমানে নিরাপদ রয়েছে। এদিকে ফরেনসিক বিভাগের কর্মীরা নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করেছে।
তিনি আরো বলেন, শ্বাসরোধ করে তাদেরকে হত্যা করা হয়েছে।
প্রেসিডেন্টের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, দুই আসামিকে অন্য কারাগারে নেয়াকে কেন্দ্র করে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। দুই আসামির একজন হলো লস লবোস অপরাধী চক্রের নেতা জনাথন বার্মুদেজ। সে আল ইনকা কারাগারে ছড়িয়ে পড়া আগের দাঙ্গার সাথে জড়িত ছিল।
অপর এক টুইটে প্রেসিডেন্ট কারাগার প্রাঙ্গন ও করিডোরে দুই আসামির হাত বাধা ও মাথা নিচু করে থাকা ছবি পোস্ট করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :