April 19, 2024, 2:28 pm

ইরানে মেয়েদের স্কুলে গ্যাস হামলাকারীদের মৃত্যুদণ্ড হবে

অনলাইন ডেস্ক।

ইরানে মেয়েদের স্কুলে বিষাক্ত গ্যাস হামলাকারীদের বিরুদ্ধে মুখ খুললেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সোমবার (৬ মার্চ) বার্ষিক বৃক্ষ রোপণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্কুলছাত্রীদের বিষ প্রয়োগের অপরাধীদের মৃত্যুদণ্ড হবে বলে ঘোষণা দেন।

স্কুলছাত্রীদের ওপর বিষ প্রয়োগের অপরাধীদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়ে খামেনি বলেন, বিষ প্রয়োগ ক্ষমার অযোগ্য অপরাধ। অপরাধীদের অবশ্যই কঠোর শাস্তি ভোগ করতে হবে। এ ঘটনাগুলো সমাজে আতঙ্ক ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, গোয়েন্দা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোসহ দায়িত্বশীল সংস্থাগুলোকে এই অপরাধের উত্স খুঁজে বের করতে হবে। যারাই এসবের সঙ্গে জড়িত, কাউকে ছাড় দেওয়া উচিত হবে না।

বিষক্রিয়ার পিছনে কে বা কোন গোষ্ঠী জড়িত থাকতে পারে, সে সম্পর্কে কোনও ধারণা দেননি খামেনি। তার মন্তব্যের পরপর ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনি নিজেই প্রতিশ্রুতি দেন যে আদালত দ্রুত এ ঘটনায় পদক্ষেপ নেবে। ইঙ্গিত দিয়েছেন, দায়ীদের মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে।

গোলাম হোসেন মোহসেনি বলেন, আইনের ভিত্তিতে অপরাধীরা সাজা পাবে। আইন অনুযায়ী জড়িতরা মৃত্যুদণ্ডের সাজা পাওয়ার যোগ্য।

আরও পড়ুন: রাজধানীর গুলিস্তানে ভবনটির বেজমেন্টে বিস্ফোরণ হয়েছে: সেনাবাহিনী

এদিকে, ছাত্রীদের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছেই। ইতোমধ্যে রাজধানী তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ করেছেন ছাত্রীদের অভিভাবকরা।

খবর: আলজাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :