April 20, 2024, 6:03 pm

এবার শুরু হচ্ছে ‘ভ্যাকসিন বুলেটিন’

অনলাইন ডেস্ক।।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে দেশে করোনাভাইরাসের টিকাদান কর্সূচি শুরু হতে যাচ্ছে। টিকাদানের সর্বশেষ তথ্য জানাতে এবার করোনা বুলেটিনের মতোই ‘ভ্যাকসিন বুলেটিন’ প্রচারের পরিকল্পনা করছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু ও আক্রান্ত হওয়া শুরুর পর থেকে করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ বুলেটিন প্রচার করছিলো সরকারের দপ্তরটি। শুক্রবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) নতুন পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান। তবে কবে থেকে ভ্যাকসিন বুলেটিন প্রচার শুরু হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আমাদেরকে নিশ্চয়ই একটা নির্দেশনা পাঠাবেন। সেখানে উল্লেখ থাকবে, আমরা কখন, কীভাবে, কোন প্রক্রিয়ায় ভ্যাকসিন বুলেটিন পাঠাবো। বৃহস্পতিবার সচিবালয়ের সভায় সিদ্ধান্ত হয়েছে, অফিসিয়ালি আমরা এখনো তথ্য পাইনি। তথ্য পেলে সঙ্গে সঙ্গে আমরা গণমাধ্যমকে জানাবো।
এ প্রসঙ্গে ‘জাতীয় করোনা ভ্যাকসিন বিতরণ কমিটি’র প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিন বুলেটিন প্রচারের বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। দেশব্যাপী করোনা ভ্যাকসিন দেয়া শুরু হলে আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত ভ্যাকসিন বুলেটিন প্রচারের পদক্ষেপ নেব। তবে এই বুলেটিনে কোন কোন তথ্য প্রচার হবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :