August 11, 2022, 8:53 pm

কাজিপুরের শুভগাছা ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান আনিছুর রহমান

কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।
কাজিপুরের শুভগাছা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকার সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগর উত্তরের ৯৩নং ওয়ার্ড ৮নং ইউনিট আওয়ামী লীগের কার্যকরী সদস্য, বৃহত্তর মিরপুর কালশী মোহাম্মদ নাসিম স্মৃতি পরিষদের উপদেষ্টা, ভয়েস অব কাজিপুরের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান আনিস।

আরও পড়ুন।

👉সিরাজগঞ্জের রতনকান্দিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত

আগামী স্থানীয় সরকার ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে শুভগাছা ইউনিয়নের সকল শ্রেণির মানুষের মনে জায়গা করে নিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান আনিস।

শুভগাছা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমানকে নিয়ে ইতিমধ্যে শুভগাছা ইউনিয়ন বাসি ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন।

শুভগাছার বিভিন্ন চার স্টল গুলোতে গিয়ে দেখা যায় একজন আরেকজনকে বলাবলি করছে এবার আমাদের এমপি তানভীর শাকিল জয় ভাই বলে আমাগরে আনিস সাহেবকে দল থেকে চেয়ারম্যান দিব খুব ভালো হবে।

আনিস সাহেবের কোন সন্তান নাই অনেক টাকার মালিক গরীবের মালের কোন লোভ কোরবেনা এবার গরীব দুখীদের সুখের দিন আসবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলীয় নেতা কর্মী জানান দলীয় প্রতিক নৌকার চেয়ারম্যান হিসেবে আনিছুর রহমান একজন যোগ্য প্রার্থী, একজন প্রতিষ্ঠিত ব্যাক্তি, যার নেই কোন লোভ লালসা, গরীবের বন্ধু হিসেবে পরিচিত।

প্রিয় নেতা এমপি তানভীর শাকিল জয় ভাই যদি শুভগাছা ইউনিয়ন বাসির ভাগ্য উন্নয়নের চাবি আনিছুর রহমানের হাতে তুলে দেন তাহলে শুভগাছা বাসির অবশ্যই ভাগ্য উন্নয়ন হবে বলে মনে করি।

দলীয় প্রতিক নৌকার দাবিদার চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান আনিস বলেন আমি ডিজিটাল কাজিপুর গড়ার কারিগর প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের আদর্শ ধারণ করে চলতে চাই।

আমার প্রিয় নেতা সিরসজগঞ্জ কাজিপুরের মানুষের ভাগ্য উন্নয়নের চাবি কাঠি তারুণ্যের অহংকার সিরাজগঞ্জ ১ সংসদ সদস্য তানভীর শাকিল জয় ভাইয়ের একজন কর্মী হিসেবে শুভগাছা ইউনিয়ন বাসির পাশে থেকে তাদের সেবা করে বাকি জীবন কাটিয়ে দিতে চাই।

আমি নির্বাচিত হয়ে আমার প্রথম কাজ হবে প্রিয় নেতা এমপি তানভীর শাকিল জয় ভাইয়ের দিকনির্দেশনায় শুভগাছা ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :