April 24, 2024, 2:56 pm

কাজিপুরে যমুনা নদীর তীরে জিওব্যাগের নিচে চাপা পড়ে একজন নিহত

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি। সিরাজগঞ্জের জিওব্যাগের স্তূপের নিচে চাপা পড়ে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে কাজিপুর উপজেলা খুদবান্দি এলাকায় যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ প্রকল্প এলাকায় চেইনডোজার দিয়ে পুরোনো জিওব্যাগ যমুনায় ফেলে দেওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইফুল খুদবান্দি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুদবান্দি এলাকায় নদীর তীর সংরক্ষণ বাঁধের কাজ চলছে। সেখানে স্তূপ করা বালুভর্তি পুরোনো জিওব্যাগগুলো চেইনডোজার মেশিন দিয়ে ঠেলে যমুনা নদীতে ফেলে দেওয়া হচ্ছিল। স্থানীয় সাইফুল ইসলাম বিষয়টি খেয়াল না করে নদীতে ফেলে দেওয়া পুরোনো জিওব্যাগুলো কুড়াচ্ছিলেন। একপর্যায়ে চেইনডোজারের চালক আপন খেয়ালে জিওব্যাগগুলো যমুনা নদীতে ফেলে দেয়ার সময় সাইফুল ইসলাম অসাবধানতা বসত
জিওব্যাগ কুড়াতে গিয়ে নিচে চাপা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাইফুলকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :