March 23, 2023, 11:38 pm

কাজিপুরে স্কুল ছাত্রী যৌন নিপীড়নের শিকার

মিজানুর রহমান মিনু কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের কাজিপুরে এক স্কুল ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়েছে।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম বেতগাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
পরদিন ওই স্কুল ছাত্রী নিজে বাদী হয়ে একই গ্রামের আমিনুল ইসলামের কলেজ পড়–য়া পুত্র বিপ্লব সরকার(১৯) এর বিরুদ্ধে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করে।
কাজিপুর থানায় দেয়া মামলাসূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে বিপ্লব তার প্রতিবেশি ওই স্কুল ছাত্রীর বাড়িতে যায়। এসময় ঘরে একা পেয়ে বিপ্লব ওই ছাত্রীকে জাপটে ধরে শ্লীলতাহানীর চেষ্টা চালায়।
এসময় ওই ছাত্রী চীৎকার দিলে পালিয়ে যায় বিপ্লব।
মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক এসএম জাহাঙ্গীর আলম জানান, ‘এই ঘটনায় গত রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত বিপ্লবকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, মামলাটি ধামাচাপা দিতে একটি মহল জোর চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :