April 19, 2024, 4:18 pm

কালিগঞ্জ-জীবননগর মহা-সড়কে বাসের চাপায় পিষ্ট হয়ে এক দিনমজুরের মৃত্যু

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধি
১০ আগস্ট বেলা সাড়ে ১১ টার সময় ঝিনাইদহের কালিগঞ্জ-জীবননগর মহা-সড়কের মেসার্স লিমা ফিলিং স্টেশনের পাশে ঝিনাইদহ জেলার শেষ সিমানা জোড়া মাইল নামকস্থানে কালিগঞ্জ থেকে ছেড়ে আশা অয়ন পরিবহন ( যাত্রী বাহী বাস) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার হাসাদাহ মাঝপাড়ার মৃতঃ-গোলাম মন্ডলের ছেলে মোলি মন্ডল (৬০)কে চাপা দেয়। এঘটনায় মোলি মন্ডল ঘটনাস্থলে নিহত হয়েছে। খবর পেয়ে মহেশপুর এবং জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়েছে এবং মহা-সড়কের এরিয়া স্থানটি ঝিনাইদহ জেলা সিমানার মধ্যে পড়ায় মহেশপুর থানা পুলিশ লাসটি উদ্ধার করে ঝিনাদহের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শিরা জানান, মোলি মন্ডল রাস্তার পাশের জমিতে কাজ করছিল। এবং ঐ সময় সে রাস্তার পাশে বসে ভাত খাচ্ছিল, এমতাবস্থায় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা অয়ন পরিবহন একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে তাকে চাপা দেয়। এতেই সে ঘটনাস্থলে রাস্তায় পিষ্ট হয়ে যায়। নিহতের শরীরের মাথা থেকে বুক পর্যন্ত সমস্ত অংশ একেবারে ছিন্ন বিন্ন হয়ে পিষে গেছে, তার চেনার মত কোন আকৃতি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :