কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি।
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার বেলেডাঙ্গা গোপিনাথপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আব্দুল হামিদ বেলেডাঙ্গা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মজিবর বিশ্বাসের ছেলে। স্থানীয়রা জানায়,কৃষক হামিদ প্রতিদিন ভোরে মাঠে ধানের ক্ষেতে যেত। আখের ক্ষেত ও পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় পা পিছলিয়ে তারের উপর পড়ে যায়। যে কারনে এই দূর্ঘটনা ঘটেছে।
পুকুরের মালিক একই উপজেলার বেলেডাঙ্গা গ্রামের নুরো মুন্সীর ছেলে খোরশেদ হোসেন বলেন, শিয়াল ঠেকাতে পাশ^বর্তী মোটর থেকে বিদ্যুতের লাইন টেনে চিকন তার পুকুরের বেড়ার সাথে যুক্ত করে রেখেছিলাম, এতে মানুষ মারা যাওয়ার কথা না। কিভাবে মারা গেল আমি বুঝতে পারছি না।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রকাশ কুমার বলেন, ঘটনাস্থলে পৌঁছিয়ে পুকুরের ধারে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষক মারা যাওয়ার সত্যতা পেয়েছি । এখন পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহত ব্যক্তিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে।
Leave a Reply