April 25, 2024, 6:25 pm

কুমারখালীতে মাঠ দিবস পালিত ও উপকরণ বিতরণ

তানভীর লিটন।
২০২১- ২০২২ অর্থবছরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী উপর কুষ্টিয়ার কুমারখালীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও তেলজাতীয় বীজ সংরক্ষণের জন্য ৪২ জন কৃষককে কৃষি উপকরণ হিসেবে প্লাস্টিকের ড্রাম প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা বাজার এলাকায় মাঠদিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি কার্যালয়ের সামনে ড্রাম প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবাশীষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুশান্ত কুমার প্রামানিক। বিশেষ অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যায়ন এজেন্সির কর্মকর্তা কৃষিবিদ রঞ্জন কুমার প্রামানিক, জেলা তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির মনিটারিং কর্মকর্তা কৃষিবিদ হীরক কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাইসুল ইসলাম।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের কর্মকর্তা – কর্মচারি, কৃষকবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।

ক্যাপশনঃ কুমারখালী জগন্নাথপুর ইউনিয়নের হোগলা বাজার এলাকায় মাঠ দিবস অনুষ্ঠিত।

ক্যাপশনঃ কুমারখালী উপজেলা কৃষি কার্যালয় চত্ত্বরে কৃষি উপকরণ বিতরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :