রোকনুজ্জামান কুষ্টিয়া॥
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৩ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৯৪ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৪৩ টি কোভিড পজিটিভ। নতুন আক্রান্ত ৩২ জন পুরুষ ও ১১ জন নারী। আক্রান্ত ৪৩ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২২, ভেড়ামারা উপজেলার ৩, মিরপুর উপজেলার ১, কুমারখালী উপজেলার ১০, খোকসা উপজেলার ২, দৌলতপুর উপজেলার ৫। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ১২৩৬জন করোনা রোগী সনাক্ত হল। যার মধ্যে ৮৯৯ জন পুরুষ ও ৩৩৭ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১৪৬, ভেড়ামারা ১০০, মিরপুর ৬৬, কুষ্টিয়া সদর ৭০৩, কুমারখালী ১৮৩, খোকসা ৩৮। এই পযর্ন্ত সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৭৩৭ জন। এই পর্যন্ত মৃতের সংখ্যা ২৭ জন। যার মধ্যে ২৩ জন পুরুষ ৪ জন মহিলা।
Leave a Reply