March 28, 2023, 9:02 pm

কোটচাঁদপুর কলেজের ভবনের লিংটন ধ্বসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার।।
ঝিনাইদহের কোটচাঁদপুর বুধবার সকালে লিংটন ধ্বসে আব্দুল মালেক শাহ্(৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মালেক কুষ্টিয়া জেলার কালু শাহ্র ছেলে। বিয়ে করার পর স্ত্রী সন্তান নিয়ে কোটচাঁদপুর শহরের দুধসরা হঠাৎ পাড়া গ্রামের শশুর বাড়িতে থাকতেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গত ৩দিন আগে কোটচাঁদপুর সরকারি কেএম এইচ কলেজের টিচার কমন রুমের লিংটন ঢালাইয়ের কাজ শেষ করে। বুধবার সকালে লিংটনের বাশ-কাঁঠ খুলতে যায়।
এ সময় লিংটন ধ্বসে তার মাথার উপর চাপা পড়ে। স্থানীয়রা মারাত্বক আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে যশোর আড়াইবেড় হাসাপতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় দুপরে সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম।।

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :