March 23, 2023, 10:56 pm

কোটচাঁদপুর কাঠ ও ফার্নিচার মিস্ত্রি সমিতির নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ ও ফার্নিচার মিস্ত্রী সমিতির উদ্যোগে নির্বাচনী বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ই এপ্রিল) সকালে সরকারি মৎস্য হ্যাচারী চত্বরে কাঠ ও ফার্নিচার মিস্ত্রি সমিতির সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটচাঁদপুর পৌর আঃলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি শফিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আশাদুল ইসলাম, পৌর যুবলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান জনি, সমিতির সহসভাপতি আশাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শহিদ হোসেন,প্রচার সম্পাদক দিদারুল আলম সহ সমিতির সকল নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা সামনের দিনে সমিতি কিভাবে পথ এগিয়ে যাবে এবং নির্বাচনের বিষয়ে নানা রকম দিক নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :