April 20, 2024, 4:22 pm

কোহলির 'শূন্য' রানে আউট দিয়ে সচেতনতার প্রচার পুলিশের!

অনলাইন ডেস্ক।।
ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে ট্রোল নতুন কিছু নয়। কিন্তু কোনও সরকারি প্রতিষ্ঠান এমন সরাসরি তার ব্যর্থতা নিয়ে ‘রসিকতা’ করবে, তা ভাবা যায়নি। আসলে টুইটারে বাইক আরোহীদের প্রতি সচেতনতার বার্তা দিতে চেয়েছিল ভারতের উত্তরাখণ্ড পুলিশ। তার জন্য ব্যবহার করা হয়েছে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত কোহলির ছবি।
উত্তরাখণ্ড পুলিশের বার্তা, ‘শুধু হেলমেট পরাই যথেষ্ট নয়, গাড়ি চালাতে হবে সচেতনভাবে। নয়তো আপনিও বিরাট কোহলির মতো শূন্য রানে আউট হয়ে যাবেন। ‘ মূলত, ভারত অধিনায়কের দায়িত্বজ্ঞানহীন শট খেলার সঙ্গে অসচেতনভাবে বাইক চালানোর বিষয়টি মিলিয়ে দিয়েছে উত্তরাখণ্ড পুলিশ। টুইটটি প্রকাশ্যে আসতেই ব্যাপক ভাইরাল হয়েছে।
বেশিরভাগই উত্তরাখণ্ড পুলিশের রসবোধের প্রশংসা করছে। কিছু কোহলি ভক্তরা অবশ্য এই নিয়ে বিরিক্ত হয়েছেন।
আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন ভারত অধিনায়ক। ভারত হেরেছে আট উইকেটে।
এ ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের শট বাছাই জঘন্য বললেও কম বলা হয়। সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন ভারত অধিনায়ক কোহলি নিজেই। ইংলিশ স্পিনার আদিল রশিদের বল মিড অফের মাথার ওপর দিয়ে হাকাতে গিয়ে ক্যাচ আউট হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :