April 20, 2024, 9:55 am

চট্টগ্রাম এসপি কার্যালয় উদ্বোধন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক :
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি।
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় নগরের নাসিরাবাদ ২ নম্বর গেটে নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি , এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, মো. মোছলেম উদ্দিন আহমদ এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, ড. আবু রেজা নদভি এমপি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, প্রধানমন্ত্রঅর বিশেষ সহকারী বিফ্লব বড়ুয়া, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহসানুল হায়দর চৌধুরী বাবুল, সিডিএ চেয়ারম্যান মো. জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম চেম্বার সভাপতি মো. মাহাবুবুল আলম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক উপস্থিত ছিলেন ।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এ ভবন নির্মাণের ফলে চট্টগ্রাম শহরের আইন শৃঙ্খলা উন্নত হবে। বাংলাদেশ পুলিশ সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আইন শৃঙ্খলা রক্ষা করে এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়টি জনাজীর্ণ ও পুরাতন হওয়ায় ২০১৭ সালে গণপূর্ত বিভাগ-২ এর অধীনে নতুন ভবন নির্মাণকাজ শুরু হয়। সাময়িক সময়ের জন্য পুলিশি কার্যক্রম চলে হালিশহর ছোটপুলের জেলা পুলিশ লাইন্সে। এখন থেকে নগরের ২ নম্বর গেটে নতুন এ ভবন উদ্বোধনের মধ্য দিয়ে আবারও জেলা পুলিশের কার্যক্রম শুরু হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :