December 9, 2022, 4:00 pm

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

অনলাইন ডেস্ক।।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মুরশেদ আলী নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকালে তিনি চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত কয়েদী মুরশেদ আলী, ভোলাহাট উপজেলার বীরশ্বেরপুর গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।
জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানান, মঙ্গলবার ভোরে মুরশেদ অসুস্থ হলে কারাগার মেডিক্যালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপরও তিনি সুস্থ না হলে তাকে সকালে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮ টায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরো জানান, মুরশেদ মাদকসেবী ছিল। মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেয় এবং গত বছরের ২৬ নভেম্বর তাকে কারাগারে নেওয়া হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান জেল সুপার।।

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :