November 27, 2022, 11:44 am

চুয়াডাঙ্গায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী পালন

দৈনিক পদ্মা সংবাদ: সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।আজ শনিবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার , চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, অতিরিক্ত পুলিস সুপার তারেক এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা পুলিশ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।

এদিকে,পুষ্পমাল্য অর্পন শেষে সকাল সাড়ে ১০ টার সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম শুভ জন্মদিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে সেলাই মেসিন বিতরণ করা হয়।চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও বাংলাদেশ শিশু একাডেমী’র যৌথ আয়োজনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার’র সভাপতিত্বে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।বিশেষ অতিথি আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভীন,অতিরিক্ত পুলিশ সুপার তারেক, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান,দামুরহুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহামান,চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর যুগ্ম-সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন,সহকারী কমিশনার বৃন্দ,সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান,উপজেলা ভাইস-চেয়ারম্যান গরীব রুহানী মাসুম,চুয়াডাঙ্গা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রোকসানা ছন্দা,মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল,যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ উদ্দিন,জেলা তথ্য কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :