April 20, 2024, 1:45 am

চুয়াডাঙ্গায় ইট ভাটার কালো আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি ।। ২০১৩ সালের ইট ভাটার কালো আইন বাতিলের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলার ৪ উপজেলার শতাধিক ইট ভাটার শ্রমিক ও মালিকেরা খন্ড খন্ড মিছিল নিয়ে স্হানীয় টাউন ফুটবল মাঠে জড়ো হয়। সেখানে মানববন্ধন শেষে ইট ভাটার কালো আইন বাতিলের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে শ্রমিকরা বিভিন্ন লেখা সম্বলিত প্লাকার্ড বহন করে। পরে শহরের হাসান চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক মেতালেব হোসেনসহ নেতৃবৃন্দ। দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়৷।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :