May 19, 2022, 2:37 pm

চুয়াডাঙ্গায় একদিনে সর্বোচ্চ নতুন করে আরও ৪১ জন করোনায় আক্রান্ত

মোঃ পলাশ উদ্দীন (০৬-০৮-২০)
চুয়াডাঙ্গায় একদিনে সর্বোচ্চ নতুন করে আরও ৪১ জন করোনা ভাইরাসে হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৯ জনে। সুস্থ হয়েছেন ৩৭৩ জন ও মারা গেছেন ১২ জন।
আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৭০ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৪১ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৪ জন, জীবননগর উপজেলার ১১ জন, আলমডাঙ্গা উপজেলার ৫ জন ও দামুড়হুদা উপজেলার ১জন রয়েছেন। তিনি আরও জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসেলেশন ওয়ার্ডে ৪৪ জন ও হোম আইসোলেশনে ২৯৯ জন চিকিৎসা নিচ্ছেন। নমুনা দিয়ে যারা জনসাধারণের মাঝে ঘুরছেন তাদের অনেকেরই রিপোর্ট আসছে কোভিড-১৯ পজিটিভ।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭২৯ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৭৩ জন ও মারা গেছেন ১২ জন।

Leave a Reply

Your email address will not be published.

     এই ক্যাটাগরির আরো সংবাদ:
BengaliEnglish