চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় এক সংবাদকর্মী ও দুই পুলিশ সদস্যসহ নতুন করে ২৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪৭ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৬৯ জন ও মারা গেছেন ৯ জন। আজ মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৭৪ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ২৯ জন করোনা শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের চুয়াডাঙ্গা পৌর এলাকার ১৪ জন, আলমডাঙ্গা উপজেলার ২ জন ও জীবননগর উপজেলার ১৩ জন। আক্রান্তদের মধ্যে জাতীয় দৈনিকের একজন সাংবাদিক, সদর থানার দুই পুলিশ সদস্যও রয়েছেন। তিনি আরও জানান, বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৫৬ জন ও ২১০ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ২৯ জন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন ৮৬০ জন। উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৬৯ জন ও মারা গেছেন ৯ জন।
Leave a Reply