চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে খাদিজা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাত দেড়টার দিকে রাজশাহী নেয়ার পথে মারা যায় তিনি। খাদিজা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফেরিঘাট রোডের বাসিন্দা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সুত্রে জানা যায়, খাদিজা খাতুন বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থার অবনতি হলে রাজশাহী রেফার্ড করা হয়। রাতে রাজশাহী নেয়ার পথে রাত তার মৃত্যু হয়। খাদিজা খাতুনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করা হবে।
Leave a Reply