মোঃ পলাশ উদ্দীন, চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গায় নতুন করে আরো ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে । এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫৫ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৭০ জন ও মারা গেছেন ১০ জন।
আজ বুধবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৪৭ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের সবাই দামুড়হুদা উপজেলার দর্শনার বাসিন্দা। তিনি আরও জানান, বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৬১ জন ও ২১২ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৩০ জন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন ৯৬০ জন।
Leave a Reply