মোঃ পলাশ উদ্দীন
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় নতুন করে এক শিশুসহ ৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪৬ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৩৮ জন ও মারা গেছেন ৬ জন।
আজ মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৮৪ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৪৬ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৯ জন, আলমডাঙ্গা উপজেলার ৯জন, দামুড়হুদা উপজেলার ৫ জন ও জীবননগর উপজেলার ৩ জন রয়েছেন। এদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৩ জন নারী। তিনি আরও জানান, বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩৮ জন ও ১৬২ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪৪৬ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৩৮ জন ও মারা গেছেন ৬ জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয় ৩ জনকে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।
Leave a Reply