March 25, 2023, 10:45 pm

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সরকারি শিশু পরিবারে কেক কাটা দোয়া মাহফিল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি (১৭-৩-২৩)।। চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শিশু পরিবারে জেলা পুনাকের আয়োজনে কেক কাটার আয়োজন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সিদ্দিকী সোহেলী রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুনাকের সভাপতি পুলিশ সুপার পত্নী ফরিদা ইয়াসমিন। বক্তব্য রাখেন পুনাক সাধারণ সম্পাদক অতিরিক্ত পুলিশ সুপার পত্নী, শিশু পরিবারের ব্যবস্হাপনা কমিটির সদস্য সাংবাদিক বিপুল আশরাফ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপ- তত্বাবধান রোমানা বিলকিস। শেষে এতিম শিশুদের নিয়ে কেক কাটা হয়। পরে বঙ্গবন্ধুর আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এর আগে শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।।

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :