April 20, 2024, 6:09 am

চুয়াডাঙ্গায় সিপি বাংলাদেশ কোম্পানির বিন বিস্ফোরণে শ্রমিক দগ্ধদের একদিন পরে মারা গেলেন তানজিন আরিফ সজিব

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডে (ক্যারন পোকপন্ড বাংলাদেশ) বিন বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।গত মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার সুবদিয়া গ্রামে ওই পশুখাদ্য উৎপাদন কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিষয়টি কর্তৃপক্ষ গোপন রাখে। পরে দুপুরে বিষয়টি জানাজানি হয়।
ঘটনা স্থলে আহত হোন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে তানজিন আরিফ সজিব (২৯) ও একই উপজেলার মানিকদিহির গোলাম মণ্ডলের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬)। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট সাইফুল হাসনাত জানান, সকালে যথারীতি প্রতিষ্ঠানে কাজ করছিলেন শ্রমিকরা। এসময় শ্রমিক তানজিন আরিফ ভুট্টা ও সয়াবিনের বিন পরিস্কার করতে গেলে অসাবধানতাবসত তা বিস্ফোরিত হয়। এতে দগ্ধ হন শ্রমিক তানজিন আরিফ ও আব্দুল্লাহ আল মামুন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে নেয়ার পর ওই দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাদের মুখমণ্ডল, দুই হাত, বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুর ২টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়।
বুধবার বিকেল ৫ টার দিকে রাজধানীর ঢাকার ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শেষ নিশ্বাস
ত্যাগকরে।
এদিকে,ছেলেকে হারিয়ে মা,বাবা, স্ত্রী স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় লোকজন বলছেন, এই দুর্ঘটনা দায়ভার নিবেন কি চুয়াডাঙ্গা সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডে?
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, বিষয়টি আমরা শুনেছি। তবে এখনও কেউ কোনো অভিযোগ করেনি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :