April 16, 2024, 12:50 pm

জনগণ ভূমি অফিসে যেন হয়রানির শিকার না হয় : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক।
ভূমি অফিসে জনগণ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে ভূমিসংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য রাখতে বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত জেলা রাজস্ব সম্মেলন-২০২০ ও সেবা সহজীকরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণকে অনেক সময় বিভিন্ন ধরনের খতিয়ান সংগ্রহ করতে ও ভূমি সংক্রান্ত সেবা পেতে দীর্ঘসূত্রিতা ও হয়রানির সম্মুখীন হতে হয়। প্রযুক্তির ব্যবহারের কারণে এখন সেবাপ্রত্যাশীরা সহজেই এসব সেবা পাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে একদিনের মধ্যেই সরকারের পক্ষে এ সেবা দেয়া সম্ভব হচ্ছে। ভবিষ্যতে ভূমিসেবার বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির পরিসর আরও বৃদ্ধি করতে হবে।’
ভূমি সংশ্লিষ্ট সব সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণ যেন ভূমি অফিসে কোনো ধরনের হয়রানির শিকার না হন সে দিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া ভূমি সংক্রান্ত বিরোধগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। ভূমি সেবার বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে ভূমি জরিপসহ অন্যান্য ক্ষেত্রেও ডিজিটালাইজেশন করা হবে।’
মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটোয়ারী, খুলনার বিভাগীয় কমিশনার মো. আনোয়ার হোসেন হাওলাদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :