April 19, 2024, 4:41 pm

জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে পাঁচজনের একদিনের রিমান্ড

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক : রাজধানীর কামরাঙ্গীরচর ও সেগুনবাগিচা এলাকা হতে জাল সার্টিফিকেট তৈরি করে প্রতারণার অভিযোগে গ্রেফতার পাঁচজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
তারা হলেন- মো. অহিদুজ্জামান বাবু, মো. তানভির আহম্মেদ, মোঃ রাজু হাওলাদার, মো. খোকন ও মো. শহীদুজ্জামান চৌধুরী।
সোমবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালত শুনানি শেষে তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে আদালত রিমান্ড শুনানি না করে সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন। শনিবার ধারাবাহিক অভিযানে কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসূলপুর ও রমনা থানার সেগুনচবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছে থেকে বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ৯টি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অফিসিয়াল প্যাড একটি, স্যামসাং মনিটর একটি, ভিশন সিপিইউ একটি, ক্যানন-১০০০ কালার প্রিন্টার একটি ও ১০০ টাকার পাঁচটি স্ট্যাম্প উদ্ধার করা হয়।
আসামিরা আগ্রহীদের নাম ঠিকানা সংগ্রহ করে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন শিক্ষাবোর্ডের জাল সার্টিফিকেট তৈরি করতো বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা করা হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :