সোহেল রানা, জীবননগর প্রতিনিধি।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। বিশেষ বরাত থেকে জানা যায়, সারা বাংলাদেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় টানা মুষলধারে বৃষ্টি হওয়ায় মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। বিশেষ করে করোনা ভাইরাসের ক্রান্তিকালে মানুষ যেমন একদিকে জীবন-মরনের সন্ধিক্ষণে সময় পার করছে অপরদিকে টানা বৃষ্টির ফলে বিশেষ করে খেটে খাওয়া ও বিভিন্ন শ্রমজীবী মানুষের এক মহা সংকটময় অবস্থা সৃষ্টি করেছে।
বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ দিন আনে দিন খায় নির্দিষ্ট সময় কাজে যেতে না পারার কারণে তাদের রীতিমতো অনাহারে দিন কাটাতে হচ্ছে। সেই সাথে রয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সব মিলিয়ে এক সংকটময় মুহূর্ত পার করছেন তারা। বিশেষ করে টানা বৃষ্টির ফলে জীবননগর উপজেলার অধিকাংশ খাল-বিল পুকুর ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে মাছচাষিরা তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা।
Leave a Reply