April 19, 2024, 10:08 pm

ঢাকা নবাবগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

পদ্মা সংবাদ ডেস্ক:
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখী সংঘর্ষে সিএনজির চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় উপজেলার মাঝিরকান্দার নিশকান্দা ব্রীজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার পুরাতন তুইতাল গ্রামের জোসেফ বিপুল গমেজ (৪০) ও তার স্ত্রী তন্দ্রা ফ্লোরেজ গমেজ (৩৫) এবং রাজধানীর মোহাম্মদপুরের অটোরিকশা চালক আব্দুল খালেদ (২৫)। তার বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়।এসআই মহিদুল বলেন, বিকেলে নবাবগঞ্জের বান্দুরা থেকে কয়েকজন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এনমল্লিক পরিবহনের একটি বাস উপজেলার মাঝিরকান্দা নিশকান্দা ব্রীজের ঢালের মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ ঘটলে অটোরিকশার চালকসহ আরও এক পুরুষ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত আরও এক নারী যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানান এসআই মহিদুল। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :