April 24, 2024, 11:40 am

তবুও আছ কবিতায়

সব রক্ত ঝরে গেছে- আছ শুধু ব্যথা-বেদনায়;
সব কাব্য শেষ হয়ে গেলেও তবু আছ কবিতায়,
সব রং ঝরলেও আছ তুমি লাল সবুজ পতাকাই
ইতিহাস বিদগ্ধ তবুও তুমি অমলিন ইতিহাসের পাতায়!
শুধু ১৫- ই আগস্ট নয় আসবে তুমি বারে বারে
কোটি কোটি বাঙালির নিঃশ্বাসে- বিশ্বাসে,অন্তরে;
যতদিন বইবে এদেশের মাটিতে আলো-বাতাস
ততদিন রইবে তুমি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!
তুমি বজ্রের মতো কঠিন পর্বতের মতো অটল
তুমি ঝড় নও- তুমি ঝঞ্ঝা তুমি মহা প্লাবন;
সেদিন গর্জে উঠেছিল তোমার বজ্র কণ্ঠ-
সাত কোটি বাঙালির সাত কোটি লাঠিয়াল!
তোমার সাহসী, উদ্যমী, তরুণ বুদ্ধিদীপ্ত নেতৃত্ব
বাঙালি জাতির জন্য সেদিন ছিল আশীর্বাদ;
তুমি আমাদের গর্ব, গৌরব, ঐতিহ্য, পতাকার মান
আজ ১৮ কোটি বাঙালি তোমাকে জানাই সম্মান!
ঝরা ফুল নও তুমি- নও ঝরা পাতার কাব্য
তুমি শুধু খরস্রোতা নদী নও তুমি মহাসাগর;
তুমি শুধু ঝরনা নও- পাহাড়- পর্বত, গিরি পথ
তুমি দিগন্ত নও মহাকাশ-তুমি মা, মাটি, দেশ!
তুমি আমাদের অগ্রদূত- বাঙালি জাতির পিতা,
তোমার কৃতকর্ম এদেশেই শুধু নয় প্রশংসিত বিশ্বময়;
তুমি অমর মৃত্যুঞ্জয়ী- বাঙালীর অন্তরে নিত্য বহমান…
তুমি সার্বজনীন… বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!!!
২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :