January 28, 2023, 12:46 pm

থাইল্যান্ডে উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশে ডে-কেয়ার সেন্টারে বন্দুক হামলায় নিহত ৩৪

অনলাইন ডেস্ক।
থাইল্যান্ডের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ডে-কেয়ার সেন্টারে বন্দুক হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। ওই বন্দুকধারী হামলাকারী সাবেক এক পুলিশ কর্মকর্তা।

থাইল্যান্ড পুলিশের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় পুলিশের একটি বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্ক আছে।

সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, অপরাধীকে গ্রেফতারের জন্য প্রধানমন্ত্রী সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন।

থাইল্যান্ডে এমন বন্দুক হামলার ঘটনা বিরল। তবে ২০২০ সালে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দেশটিতে এক সেনা সদস্যের গুলিতে ২৯ জন নিহত ও ৫৭ জন আহত হন।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :