ইমরান নাজির: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাপাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা দিকে আরামডাঙ্গা গ্রামের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জাসিদুল ইসলাম (২৫) দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামের ওহাব শেখের ছেলে ।
এলাকাবাসীরা জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে জাসিদুল মাছ ধরতে বাড়ি থেকে বের হয়। এসময় মাঠের মধ্যে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। রাতে সে বাড়ি না আসায় আজ সকালে গ্রামের মাঠের তাঁর মরদেহ দেখতে পাই কৃষকরা। খবর পেয়ে পুলিশ জাসিদুলের মরদেহ উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, নিহত জাসিদুলের শরীরের ডান পাশে বজ্রপাতে ঝলসে গেছে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
Leave a Reply