April 19, 2024, 11:59 am

দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া লাগেনি শ্রীনগরের ভাগ্যকুল ইউনিয়নে :রাস্তা পিচ ঢালাই করার দাবি এলাকাবাসীর

পদ্মা সংবাদ ডেস্ক:
মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি ইটের রাস্তা পিচ ঢালাই করার দাবি জানিয়েছে এলাকাবাসী। উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মোকারদোকান থেকে মধ্য কামাড়গাঁও পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তাটি পিচ ঢালাই করার দাবী স্থানীয়দের। দীর্ঘ ২০ বছর ধরে রাস্তাটি কোন এক অদৃশ্য কারণে পিচ ঢালাই হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয়রা আক্ষেপ করে বলেন, সব রাস্তা পাকা হলেও আমাদের এই রাস্তাটি পাকা হচ্ছে না। সরেজমিনে সড়কটি পরিদর্শনে গেলে দেখা যায়, ইটের সড়কটির বেহাল দশা। সময়মত সড়কটি সংস্কার না করার কারণে অনেক জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয় যাতায়াত করা লোকজনের। খুব বেশি দুর্ভোগে পড়তে হয় যানবাহনের চালক, অসুস্থ রোগী, বয়স্ক লোকজন ও স্কুল কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের। কলেজে পড়ুয়া এক ছাত্র জানান, মোকার দোকান থেকে মধ্য কামাড়গাঁও পর্যন্ত পিচ ঢালাই রাস্তার অভাবে অনেক সময় দেরি করে ক্লাসে যেতে হতো। কারণ ইটের রাস্তায় যানবাহন দ্রুত চলাচল করতে পারে না, আবার এর মধ্যে বড় বড় গর্তও রয়েছে। অটোরিকশা চালক সোবহান জানান, পিচ ঢালাই রাস্তার অভাবে আমাদের গাড়ির অনেক ক্ষতি হয়। ইটের রাস্তায় গাড়ি চালালে ঝাঁকুনি অনেক বেশি। কিছুদিন পরপরই গাড়ির বিভিন্ন যন্ত্রাংশে সমস্যা দেখা দেয়। তাই আমরা ঠিকমতো গাড়ি চালাতে পারিনা। এতে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। স্থানীয় আব্দুল জব্বার মিন্টু বেপারী জানান, দীর্ঘ ২০ বছর যাবৎ আমাদের এলাকায় ইটের রাস্তা। এই রাস্তাটি জানিনা কি কারণে পিচ ঢালাই হচ্ছে না। আমি বিভিন্ন সময় রাস্তায় গর্তের সৃষ্টি হলে তা মাটি ও ইটের খোসা দিয়ে ভরাট করে দিয়েছি। এখন দেশে এতো উন্নয়ন হচ্ছে সে উন্নয়নের ছোঁয়া তো এখানে লাগেনি। আমি এই সড়ক পিচ ঢালাই করার দাবী জানাচ্ছি। ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাতের কাছে রাস্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাস্তাটি বর্তমানে ইটের সলিং করা আছে পিচ ঢালাই করার জন্য সরকারের কাছে প্রস্তাবনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :