April 25, 2024, 3:38 pm

নারায়ণগঞ্জ বন্দর মিশুক চালক হত্যার মামলার মুল আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর ‘‘মিশুক চালক কায়েস’’ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ৪৮ ঘন্টার মধ্যে ফতুল্লা হতে র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার।

গত ০১ অক্টোবর ২০২২ তারিখে বন্দরের নরপদি গ্রাম হতে নিখোঁজ মিশুক চালক মোঃ কায়েস এর হাত-পা, মুখ বাধা অবস্থায় অর্ধগলিত মৃতদেহ বন্দর থানা পুলিশ উদ্ধার করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৩, তারিখ-০১/১০/২০২২ ইং। ঘটনাটি স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয় যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ সহ চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-১১, সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ অক্টোবর ২০২২ তারিখ ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-১ এর অভিযানে চাঞ্চল্যকর ‘‘মিশুক চালক মোঃ কায়েস” হত্যা মামলার মূল পরিকল্পনাকারী মোঃ আল আমিন হোসেন @ লিমন @ রিমন (২০), পিতা- নাছির উদ্দিন বিটল, সাং- তিনগাঁও (ভদ্রাসন), থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন তল্লা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিমের সাথে আসামীর পূর্ব বিরোধ ছিল। এই পূর্ব বিরোধের জের ধরে আসামী লিমন ভিকটিমকে ডেকে নিয়ে তার অন্যান্য সহযোগিদের সহায়তায় ধারালো দা দিয়ে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের মিশুক গাড়ীটি অন্যত্র স্থানান্তর করতে গেলে স্থানীয় লোকজনের জিজ্ঞাসার মুখে আসামীরা মিশুকটি রেখে পালিয়ে যায়। মূলত আসামী লিমন উক্ত হত্যার পরিকল্পনা করে এবং অন্যান্য সহযোগিদের সহায়তায় তা বাস্তবায়ন করে।

উক্ত হত্যা মামলার সাথে জড়িত অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :