April 20, 2024, 6:44 am

নির্যাতনে নিহত সাদিয়ার বাড়িতে পুলিশ সুপার

অনলাইন ডেস্ক।।
শেরপুরের শ্রীবরদীতে আওয়ামী লীগ নেতার স্ত্রীর নির্যাতনে নিহত গৃহকর্মী শিশু সাদিয়া পারভিনের (১০) বাড়ি পরিদর্শন করেছেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। সোমবার (২৬ অক্টোবর) দুপুর বেলা আড়াইটার দিকে উপজেলার মুন্সিপাড়ায় গ্রামে হতদরিদ্র পরিবার গৃহকর্মী সাদিয়ার বাবা-মা’র সাথে কথা বলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। পরিদর্শনকালে পুলিশ সুপার ওই পরিবারের সার্বিক খুজ-খবর নেন।
এ সময় গৃহকর্মী সাদিয়ার মৃত্যু সম্পর্কিত মামলার বিভিন্ন বিষয়ে সাদিয়ার বাবা সাইফুল ইসলামের সাথে কথা বলেন। পরে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের ব্যাক্তিগত পক্ষ থেকে নিহত গৃহকর্মী সাদিয়ার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন উপহার সামগ্রী।
এসময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান,শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বন্দে আলীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগন।
উল্লেখ্য যে, আওয়ামী লীগ নেতা শাকিলের স্ত্রী রুমানা জামান ঝুমুরের নির্যাতনে আহত হয়ে গত ২৬ সেপ্টেম্বর শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় সাদিয়া। প্রায় ২৮ দিন চিকিৎসার পর গত ২৩ অক্টোবর শুক্রবার বিকালে মারা যায় গৃহকর্মী সাদিয়া। এ ব্যাপারে সাদিয়ার বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ঝুমুরকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করেন। বর্তমানে উপজেলা আওয়ামী লীগ নেতা শাকিলের স্ত্রী ঝুমুর জেলা কারাগারে রয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :