March 23, 2023, 11:26 pm

নোয়াখালী জেলা ব্র্যান্ড বুকের মোড়ক উন্মোচন

তাওহীদুল হক চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালী জেলা প্রশাসকের উদ্যোগে নোয়াখালীর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে রচিত ‍“নোয়াখালী জেলা ব্র্যান্ড বুক” এর মোড়াক উন্মোচন করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি’র আগমন উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা ও ‍“নোয়াখালী জেলা ব্র্যান্ড বুক” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক খোরশেদ আলম খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি। এসময় নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার, নোয়াখালী পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল, সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম শামছুদ্দিন চৌধুরী জেহান প্রমুখ সহ নোয়াখালী জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

     আরও সংবাদ :