April 25, 2024, 4:49 am

পশ্চিম তীরে ‘ইসরায়েলি বাহিনীর গুলিতে’ আল জাজিরার সাংবাদিক নিহত

তীব্র নিন্দা, প্রতিবাদ ও শোক জানাচ্ছি,,,

অনলাইন ডেস্ক।।
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে আল জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছে বলে কাতারভিত্তিক সংবাদ চ্যানেলটি জানিয়েছে। বুধবার শিরিন আবু আকলিহ নামের ওই সাংবাদিক নিহত হন। সেখানে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি সেনাদের ব্যাপক সংঘর্ষ চলছে বলেও জানিয়েছে তারা।

ফিলিস্তিনের এক কর্মকর্তা বলেছেন, শিরিন আবু আকলিহ জেনিন শহরে সেনা অভিযান নিয়ে প্রতিবেদন পাঠানোর সময় ইসরায়েলি বাহিনীর হাতে ‘খুন’ হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সহিংসতা বেড়ে যাওয়ায় সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনী জেনিনে অভিযান জোরদার করেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আবু আকলিহর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আরেক সাংবাদিক আলি সামুদি আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

পরে এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, জেনিনে অভিযানে গিয়ে তাদের সেনারা ব্যাপক গুলির মুখে পড়লে পাল্টা গুলি চালায় তারা।

“ওই প্রতিবেদক সম্ভবত ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন, ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে,” বিবৃতিতে এমনটিই বলেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :