April 20, 2024, 2:24 am

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়,আমাদের সম্পদ–এমপি শেখ আফিল উদ্দীন

আরিফুজ্জামান আরিফ।।শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য ভবিষ্যতে গ্রহণযোগ্য দায়িত্বভার নিতে চলেছে।ইতিমধ্যে সরকার তাদের জন্য ভাতা প্রদান প্রথা চালু করেছে।প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয়।আমাদেরই সম্পদ।তারা আমাদের মত মানুষের কাছে সাহায্য পাওয়ার দাবিদার। সমাজের দুঃস্থ প্রতিবন্ধীদের সমস্যা দূর করার জন্য আমাদের সকলের এক হয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলা পরিষদ চত্বরে জুম বাংলাদেশ ও সালেহা কবীর জীবন ফাউন্ডেশন এবং শার্শা উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহযোগিতায় “শিশুর সাথে শিশুর তরে,বিশ্ব গড়ি নতুন করে”এই স্লোগানকে সামনে রেখে, বিশ্ব ও জাতীয় প্রতিবন্ধী দিবস- ২০২০ উদযাপনে আয়োজিত র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন এ কথা বলেন।
শার্শা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আবু বাক্কারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,শার্শা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সহ-সভাপতি সালেহ আহমদ মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু,শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি( বদরুল আলম খান,যশোর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলোক,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন,জুম বাংলাদেশ এর যশোর প্রতিনিধি সামছুল আলম, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন সহ সূধীজনেরা।
অনুষ্ঠান শেষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :